২৯ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রহায়ন ১৪৩০, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`
বিশ্বসাহিত্যের টুকিটাকি

প্রাইজ ফর অ্যারাব ফিকশন

-

ওমানের কথাসাহিত্যিক জাহরান আলকাসমী এ বছরের ইন্টারন্যাশনাল প্রাইজ ফর অ্যারাব ফিকশনে ভূষিত হয়েছেন। গত ২১ মে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এক অনুষ্ঠানে তার হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। এ পুরস্কার আরব বুকার নামে পরিচিত। তার উপন্যাসের নাম ‘দি ওয়াটার ডিভাইনার’। পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার মার্কিন ডলার। আরব আমিরাতের মুদ্রায় তা হচ্ছে এক লাখ ৮৩ হাজার ৬১৫ দিরহাম। বিচারকমণ্ডলীর মতে এটি ‘আধুনিক কথাসাহিত্যে একটি নতুন বিষয়’ ‘অ ঘবি ঝঁনলবপঃ রহ গড়ফবৎহ ঋরপঃরড়হ’. এটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা রাশম। জুরি বোর্ডের চেয়ারম্যান ছিলেন মোহাম্মদ আচারি। আর্থিকভাবে পুরস্কৃত হওয়া ছাড়াও দ্য ওয়াটার ডিভাইনারের ইংরেজি অনুবাদ প্রকাশের ব্যবস্থা করা হবে। এর ফলে লেখক আন্তর্জাতিক স্বীকৃতিও পাবেন আর আলকাসমির বইয়ের বিক্রয় বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। ওমানের কোনো লেখক এই প্রথম এই পুরস্কার পেলেন। স্মরণ করা যেতে পারে ২০১৯ সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছিলেন ওমানি লেখক জোখা আলহার্থি। তার সাথে তার বই ‘সেলেশ্চিয়াল বডিজ’-এর অনুবাদক মেরিলিন বুথও পুরস্কৃত হন। ওমানি লেখকরা পাঁচ বছরের ব্যবধানে কথাসাহিত্যে বিশ্বের সবচেয়ে সেরা বিবেচিত দু’টি সম্মান অর্জন করেছেন। দ্য ওয়াটার ডিভাইনার ২৪ জানুয়ারি প্রকাশিত পুরস্কারের লংলিস্টে স্থান পায়। ১ মার্চ শর্টলিস্টেও উঠে আসে। শেষ পর্যন্ত সবাইকে টেক্কা মেরে পুরস্কার জিতে নিলো বইটি। এটি আলকাসমির চতুর্থ উপন্যাস এবং বলা হয় যে বইটিতে ওমানের সেচব্যবস্থার কথা উঠে এসেছে যা দেশটির গ্রামীণ জনপদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আবুধাবির ডিপার্টমেন্ট অব কালচার অ্যান্ড ট্যুরিজম পুরস্কারের স্পন্সর। লন্ডনের বুকার কমিটি দেখাশোনা করে থাকে। ২০০৮ থেকে পুরস্কার দেয়া হচ্ছে। শর্টলিস্টভুক্ত লেখকরাও ১০ হাজার ডলার পেয়ে থাকেন। জাহরান মোট ৬০ হাজার ডলার পেয়েছেন। তার জন্ম ওমান সালতানাতের দিমা ওয়াত্তাইনে ১৯৭৪ সালে।


আরো সংবাদ



premium cement