২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

সার্কাস মন

-


ডাঙার মাছের মত ক্লিষ্ট মনন খ্যাতি বিড়ম্বনায়
জীবন ঘুরে বেড়ায় উড়নচণ্ডীর ডানায় ভর করে
খরস্রোতা নদী দেখে ঢেউ ওঠে আকাশের দেহে
রূপসী আকাশ ভাঙে জমিনে হয় বিজলির চাষ
সৃষ্টির কেমিস্ট গিলে অবাধ্য জারজ ব্ল্যাক হোল
পৃথিবীর দেহ জুড়ে পাষাণের কালো থাবা পড়ে
ঘাসফড়িঙের ডানা দিয়ে উড়ে বেড়ায় বোকা মেঘ
সজারুর রূপ নেয় বিবেকের দুর্ভেদ্য শহর।
আষাঢ়ের মেঘে পাপড়ি মেলে ধরে অবশিষ্ট রাহু
মানুষের হৃদয়ে সুড়ঙ্গ খুঁজে অস্থির সময়ের শ্বাস
আড়ষ্টতা মাড়িয়ে টিকে আছে বোধের পৃথিবী
শুধু পথ পিয়ানোর সুরে হেঁটে যায় সার্কাস মন।

 


আরো সংবাদ



premium cement