২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

সত্য

-


কৌশলের কারাগারে কোনদিন বেঁধে রাখা যায় না সত্যকে
সত্য সব প্রতিবন্ধকতাকে ভেদ করে উঠে আসে
এমনকি আগুনও তার লোমকে স্পর্শ করতে পারে না!

ককেসাস ওশেনিয়া এন্টার্কটিকা থেকেও উঠে আসে অনায়াসে
আফ্রিকার খরাকাল পার হয়ে স্মরণীয় ইতিহাসের মতো হাসে
গোপন কারাগারগুলোর ঘৃণ্য বর্বরতা অতিক্রম করে
নির্ভয়ে ডিঙিয়ে যায় সভ্যতার নামে গড়ে তোলা বাধার পাহাড়

কত ভূত খসে পড়ে, মৃত্যু মারণাস্ত্র পায়ের তলায় পিষে যায়
সত্য সেই অবিকল সূর্যোদয় হয়ে পৃথিবীকে প্রদক্ষিণ করে
যেন একটা অনিবার্য অভ্যুত্থান হয়ে ফিরে আসে

তখন পরিপূর্ণ কোন মওসুমের মতো মনে হয় তাকে

সে পরোয়া করে না কোন অবিবেচক ভেটো ক্ষমতার
বিপজ্জনক রাজার রক্তচক্ষু কিংবা কাঁটাতার
স্নায়ুযুদ্ধ অস্ত্র প্রতিযোগিতা ইমিগ্রেশন

অদম্য বিপ্লবীর মতো সবকিছু সয়ে যায়

মানুষের অন্তরে উদ্ভাসিত আশাবাদের মতো
পাখিদের ঠোঁটে সমাগত উচ্চারণের মতো
স্নায়ুতন্ত্রে উদ্বেলিত ঢেউগুলোর মতো

যার মুণ্ডু কেটেও কোনদিন আলাদা করা যায় না!


আরো সংবাদ



premium cement