৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


আসন্ন ভোর

-


যে ঘুমিয়ে আছে তাকে জাগিয়ে দাও
উঠোনে দাঁড়িয়ে আছে সমাগত প্রত্যুষ
যে চলে তাকে অবিরাম চলতে দাও
থামিয়ে দিও না, কথার কাঁটা ফিরিয়ে নাও
ফতুয়ার ইটে নির্মাণ করোনা সীমান্ত দেয়াল
অকস্মাৎ ভেঙে পড়বে, আহত হবে তুমি
রৌদ্রঝলক আকাশে মেঘের বখাটেপনা
বড্ড বেমানান, বরং একটু বেশিই বেখাপ্পা
তোমরা হয়তো জান না, অথবা ভুলে গ্যাছো
দৃষ্টির সহ্যসীমায় গোচরীভূত মেঘমালা
শরতে যতটা শান্ত বৈশাখে তত বেশি রুদ্র
আমি জানি আমাকে, লৌহ কঠিন দৃঢ় সে
আকাশের কোল থেকে খসে পড়বে সান্ধ্যতারা
ধোনা তুলো হয়ে উড়ে যাবে কৈলাশ শৃঙ্গ
ঢাকার মাটি হবে কংক্রিটের বন বীথিকা
পাথরের উদরে বুনে যাবো আগামীর স্বপ্ন।


আরো সংবাদ



premium cement

সকল