২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


একবার নদী হয়েছিলাম

-

একবার নদী হয়েছিলাম-
কংস, কুশিয়ারা, সুরমার সাথে।
যমুনার ঢল হয়ে পতিত হয়েছিলাম বঙ্গোপসাগর
বেদনার কিছু নীল জল নিয়ে।

নদী হয়ে দেখেছিলাম অজস্র নদী
রাস্তার পাশে খোলা আকাশের নিচে
উদোম গায়ের স্রোতস্বিনী বঙ্গোপসাগর,
প্রতি রাতে অজস্র সেই স্রোতস্বিনী চোখের নদীগুলো
শীতের তোড়ে কম্পমান বঙ্গোপসাগর
রাশি রাশি বেদনার জল নিয়ে বয়ে চলে
প্রতিনিয়ত মহাসাগরের দিকে।

 


আরো সংবাদ



premium cement