২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

কে তুমি চন্দ্রাবতী

-


হৃদয়ের অলিন্দে এ কি শোরগোল!
স্থবির জীবন যেন খুঁজে পেলো প্রাণ
দখিনা বাতাস এসে মনে দিলো দোলা
জংধরা সময়ের হলো অবসান।

কে তুমি চন্দ্রাবতী কোথা থেকে এলে
আমার স্তব্ধ মনে তুললে তুফান
চেনাজানা প্রকৃতির যেদিকে তাকাই
মুগ্ধতা ছুঁয়ে যায় জুড়ায় পরান।

ভালো লাগে চাঁদ, তারা, সাগর পাহাড়
আনন্দে ছুটে যাই ঝর্ণার কাছে
ভালো লাগে প্রজাপতি ফুল, পাখি, নদী
ময়ূরীর সাথে সাথে এই মন নাচে।

দেখেছি যখন ওই মধুমাখা হাসি
মনে হলো পৃথিবীটা সত্যি রঙিন
অজান্তে ভালোবেসে হারিয়ে হৃদয়
হয়ে গেছি পুরোপুরি তোমাতে বিলীন।

হৃদয়ের ক্যানভাসে যে ছবিটা আঁকা
অবশেষে তার দেখা পেয়ে গেছি আজ
যত কথা জমা আছে বুকের ভেতর
বলব গোপনে তারে ভেঙে সব লাজ।

ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি প্রিয়া
আমায় ধন্য করো ভালোবাসা দিয়া।


আরো সংবাদ



premium cement