২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

প্রশান্ত ফাগুন

-


কিছু কিছু ছবি আছে,
যার দিকে যুগ যুগ চেয়ে থাকা যায়
কিছু কিছু কথা আছে,
অনায়াসে খুব ক’রে মনে গেঁথে যায়।
কিছু কিছু প্রাণ আছে,
হৃদয় দুয়ার খুলে ভালোবাসা যায়
কিছু কিছু জায়াপতি,
জীবনের শেষে এসে শত্রু হয়ে যায়।

কিছু কিছু চোখ আছে,
বর্ষার জলের মতো ঠিক অবিকল
চিরকাল বহমান,
আমার দুই চোখ ভরা দুই নদী জল।

কিছু কিছু মুখ আছে,
খুব তারে চিনি চিনি এমন বোঝায়
কিছু কিছু বন্ধু আছে,
বিপদের দিনে তারে ঠিকই চেনা যায়।
কিছু কিছু মন আছে,
স্নেহ পেলে গলে যায় বরফের মতো
কিছু কিছু মানুষেও,
শ্রদ্ধা পেলে জোছনার চাঁদ হয়ে যায়।

কিছু কিছু লোক আছে,
বিপরীতে হয়ে যায় লাভার আগুন
আসুন সকলে মিলে,
মনটাকে ক’রে নিই প্রশান্ত ফাগুন।

 

 


আরো সংবাদ



premium cement