২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`
আমিন আফসারী

ভেঙে যাবে নিস্তব্ধতার শহর

-

আবার স্বশব্দে প্রচারণায় নামবে
চা-দোকানের টুংটাং।
সরগম হবে প্রতিটি হাট-বাজার।
পিচঢালা পথ। খসে যাবে রাহুর ভাং।

ব্যস্ততার ক্লান্তি ছোটাছুটি করবে গ্রাম থেকে শহর।
শহর থেকে গ্রাম।
নিকট থেকে নিকটে হবে প্রিয়তমার আঁখিপাঠ
পবিত্র চুম্বনের আবেশ আরÑ
নিঃশ্বাসের উষ্ণ প্রলেপ মেখে হবে শুভ বিদায়।

এই যে ঘরবন্দী কাল! অবসান হবেই।
রহমের বারিধারায় ভিজতে ভিজতেÑ
ভেঙে যাবে নিস্তব্ধতার শহর।
প্রাণে প্রাণে বয়ে যাবেÑ
নিশ্চিন্তে মিলনের মখমল নহর।

আমি বিভোর হয়ে শুনিÑ
সোনালি সকালের তুমল পদধ্বনি!
সবুজের স্লোগান!
অসম্ভব সুন্দরের বিরতিহীন উসকানি!

অনাহূত আড্ডায় ফিরে আসবে কবিতার প্রাণ
প্রেম-বিরহ দিনের মধুময় খুনসুটি।
চারপাশে বেজে উঠবেÑ
কথার লতায় জড়ানো মায়াবৃক্ষের গুণগুণ গান।


আরো সংবাদ



premium cement