২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

আঁধারের পথ বেয়ে

-

আমি জানি এইসব নদীপথের শেষে
দাঁড়িয়ে থাকবে পাহাড়
পাহাড়টা খুলে দেবে
অন্ধকারের ঘন কালসিটে অরণ্য
আমি জানি অরণ্যের চোরাগুপ্তা পথে
বিভ্রান্ত হবে তুমি
তবুও জেনো জোনাকির বিষণœ আলোতে
কেউ কেউ ঠিক তাড়া করবে অন্ধকার।
বারবার মরতে দেখ তুমি
আমি দেখি জন্মাতে মানুষ
তুমি দেখ অন্ধকার
আঁধারের বেণী বেয়ে জোনাকির উঠে আসা দেখি
আর দেখি অজস্র সতর্কচোখ চেয়ে আছে পৃথিবীর দিকে
ভুল করে তুমি তাকে নক্ষত্র ডাকো।

ভয় নেই, ভয় নেই
অন্ধকারের ডাল ভেঙে কেউ ঠিক
আঁজলায় তুলে নেবে আলো
নতুন আখ্যান এসে ঢেকে দেবে পুরনো আঁধার
বাতাসের ঢেউ এসে শোনাবে খবর
বার বার মরে মরে মানুষ অমর।


আরো সংবাদ



premium cement