০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


বাংলার মৃত্যুঞ্জয়ী নেতা

-

হে ঘুমন্ত পিতা,
চিরনিদ্রায় তুমি এখন কেমন আছো?
অজানা দেশে পাথর চোখে কি স্বপ্ন দেখো?
তুমি কি এখনো ধানসিঁড়ির তীরে বেড়াতে আসো?

তোমার বজ্রকণ্ঠ আমরা আজও শুনি
আজও বেঁচে আছো তুমি সবার হৃদয়ে।

পিতা-তোমার রূপসী বাংলা এখন নতুন রূপে,
তবে, কম্বল চোরেরা এখনও আছে সদর্পে,
মুক্তিরা অনেকেই বেঁচে আছে লাজুক চোখেÑ
অস্ত্রসহ যুদ্ধের ট্রেনিং জমা দিয়েছে অনেক আগেই।
চলছে রাজনীতির নুন এক ব্যবসায়।
অপুষ্ট গ্রামে আর মেঠোপথ নেই বললেই চলে,
চিঠি, টেলিগ্রাম, ডাকপিয়ন আর নেই,
নদী পারাপারের জন্য এখন আমরা ভিক্ষা করি না,
পদ্মা, যমুনায়, মেঘনা পাড়ি দেই নিমেষেই,
ফ্লাইওভারে দাঁড়িয়ে অন্যরকম অনুভূত হয়,
নিজেকে আর ক্ষুদ্র লাগে না নক্ষত্রের কাছে।
তোমার মতো তর্জনী উঁচিয়ে বলি
কেউ আমাদের দাবাতে পারবে না,
এ দেশকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ।

কি সুন্দর সেই কথা, হৃদয়েতে গাঁথা,
জয় বাংলা, জয় ঘুমন্ত পিতা,
বাংলার মৃত্যুঞ্জয়ী নেতা।


আরো সংবাদ



premium cement

সকল