২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


পিতাহীন একাকী পৃথিবী

-


পিতাহীন একাকী পৃথিবী ছায়াহীন শূন্যতার অন্ধকার; আমার অস্তিত্বে অবিরত ঘণ্টা বাজিয়ে চলেছে হাহাকারÑ আমি জগতের সবচেয়ে নিঃসঙ্গ পথিক যে এখন খাঁ খাঁ মরুপথে হেঁটে হেঁটে পার হই রোদপোড়া দীর্ঘপথ; মাথার কাছেই প্রচণ্ড আক্রোশে সূর্যের ফোয়ারা ঢালে দোজখের ওম; আমার জীবন আজ সুতোকাটা দিকভ্রান্ত ঘুড়িÑ গন্তব্যবিহীন ভাসমান; সময়ের নদীতে কচুরি পানার মতন ভেসে চলেছি অজানা আগামীর অন্ধকারে; সাড়ে তিন হাত আঁধারের আতঙ্কে আমার হৃদয় এখন মৃত্যুগন্ধময়; পিতা, আপনি কেমন করে আছেন এমন আলোহীন ঘরে যেখানে আমরা নেই! নিঃস্ব রিক্ত দিশাহীন আশ্রয়-প্রশ্রয়হীন আমাদের রেখে কীভাবে ঘুমিয়ে আছেন কবরে? জানি না আবার দেখা হবে কবে; শুধু জানি হাশরের ময়দানে আমি আপনাকে পৃথিবীর মতোই খুঁজব মাথার উপর একখণ্ড ছায়ার আশায়।


আরো সংবাদ



premium cement