০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


পাংশায় ছিনতাইকৃত ভ্যানসহ হত্যাকারী গ্রেফতার

- ছবি : সংগৃহীত

রাজবাড়ী পাংশায় চাঞ্চল্যকর হাসিব হত্যার মূল হোতা মো: তারেককে (২০) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ছিনতাইকৃত অটোভ্যানটি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত তারেক পাংশা উপজেলার জয়গ্রাম এলাকার মো: খালেক প্রামানিকের ছেলে।

বৃহস্পতিবার (৮ জুন) পাংশা মডেল থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করে।

পুলিশ জানায়, অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশে আসামি মাদরাসাছাত্র হাসিবকে হত্যা করে।

ঘটনা সূত্রে জানা গেছে, হাসিব মঙ্গলবার বিকেলে তার বাবার অটোভ্যান নিয়ে ভাড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। রাতেও বাড়ি ফিরে না এলে পরিবারের লোকজন বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করে। পরদিন সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের দুর্গাপুরে ঘাঁস ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

সূত্রে আরো জানা যায়, বুধবার হাসিবের বাবা হামিদুল রহমান পাংশা মডেল থানায় মামলা করে। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করে। ওই দিন রাতেই আসামি তারেক প্রামাণিককে গ্রেফতার করে।

পুলিশ আরো জানায়, হাসিবের অটোভ্যান ছিনতাইয়ের জন্য হত্যার কথা স্বীকার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইকৃত ভ্যানটি কুমারখালী থানার হলবাজার নামক এলাকা থেকে উদ্ধার করা হয়।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, আসামি তারেক স্বীকার করেছে হাসিবকে ভ্যান ছিনতাইয়ের উদ্দেশে হত্যা করেছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে অটোভ্যানটিও উদ্ধার করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
এ জে মোহাম্মদ আলীর রূহের মাহফিরাত কামনায় সুপ্রিম কোর্টে দোয়া চৌগাছায় দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ১ বিঘা জমির পানের বরজ সেলফি তুলতে চাওয়ায় ভক্তের ওপর চটেছেন সাকিব, চেপে ধরলেন ঘাড় টিভি চ্যানেলের অবৈধ সম্প্রচার বন্ধে কার্যক্রম শুরু যেখানে অবৈধ পাথর খনির মিহি গুঁড়াতে ভরে ওঠে ফুসফুস শিবপুরে গৃহবধূর আত্মহত্যা : স্বজনদের দাবি হত্যা, স্বামী আটক সিদ্ধিরগঞ্জে হেলে পড়েছে ৬ তলা ভবন, আতঙ্ক জাতিসঙ্ঘ ত্রাণ সংস্থার প্রধানকে দ্বিতীয়বারের মতো গাজায় প্রবেশে বাধা দিলো ইসরাইল টানা তাপপ্রবাহের পর চুয়াডাঙ্গায় স্বস্তির বৃষ্টি নোয়াখালীতে অশ্লীল ছবি ফেসবুকে ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ যুক্তরাষ্ট্রে ইসরাইলবিরোধী সমাবেশ থেকে গ্রেফতার প্রায় ২৫০০

সকল