২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

৩১ কেজির বাঘাইড় ৩৯ হাজারে বিক্রি

৩১ কেজির বাঘাইড় ৩৯ হাজারে বিক্রি - ছবি : সংগৃহীত

পদ্মা নদীতে এবার ৩১ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।

বুধবার দিবাগত মধ্যরাতে পাবনার জেলে রওশন হালদারের জালে মাছটি ধরা পড়ে।

দৌলতদিয়ার মৎস্যজীবীরা জানান, রাজবাড়ীতে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা নদীর বাহিরচর এলাকায় প্রতিদিনের মতো জেলে রওশন হালদার ও তার সহযোগীরা মাছ ধরতে যান। মধ্যরাতে জাল তুলতেই তারা দেখতে পান বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। পরে সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে অবস্থিত মোহন মণ্ডলের মৎস্য আড়তে নিয়ে আসেন। স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ মাছটি কিনে নেন।

শাহজাহান শেখ বলেন, সকালে আমি খবর পাই, পদ্মায় একটি বড় আকারের বাঘাইড় মাছ ধরা পড়েছে। পরে দ্রুত আড়তে গিয়ে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি প্রতি কেজি ১২ শত ৫০ টাকা দরে মোট ৩৯ হাজার ৩৭৫ টাকায় দিয়ে কিনে নিই। মাছটি প্রতি কেজি ১৪ শত টাকায় বিক্রি করা হবে। মাছটি বিক্রির জন্য বিভিন্ন জায়গায় মোবাইল ফোনে যোগাযোগ করা হচ্ছে।


আরো সংবাদ



premium cement