২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


আইভীর মামলায় না.গঞ্জ মহানগর আ.লীগ সেক্রেটারির বিরুদ্ধে পরোয়ানা

আইভীর মামলায় না.গঞ্জ মহানগর আ.লীগ সেক্রেটারির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা - নয়া দিগন্ত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভীর দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহার বিরুদ্ধে।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদা মালা বৃহস্পতিবার রাতে এ বিষয়ে নিশ্চিত করে বলেন, ট্রাইব্যুনালের বিচারক এ আদেশ দিয়েছেন।

অ্যাডভোকেট খোকন সাহা নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের দীর্ঘ ২৬ বছর ধরে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও চাষাঢ়ায় আওয়ামী লীগের অফিসে বোমা হামলার মামলার বাদি ছিলেন।

মালা জানান, আইভী মামলাটি করেছেন অন্যায়ভাবে। কারণ জিউস পুকুর হলো দেবোত্তর সম্পত্তি। আইভী ও তার পরিবারের সদস্যরা এই সম্পত্তি লিখে নিয়েছেন। বাংলাদেশের কোনো আইনে দেবোত্তর সম্পত্তি ক্রয় বিক্রিয়ের নিয়ম না থাকলেও তারা পুকুরটি লিখিয়ে নিয়েছেন বলে জানান অ্যাডভোকেট মাহমুদা মালা। তার ভাষ্য, ‘সেই পুকুর দখল মুক্ত করতে সামাজিক-ব্যবসায়িক-আইনজীবীসহ ২২টি সংগঠনের সাথে আন্দোলন করতে গিয়ে মামলার আসামি হন অ্যাডভোকেট খোকন সাহা।

অ্যাডভোকেট মাহমুদা মালা জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের সময় মেয়র সেলিনা হায়াৎ আইভী কেন্দ্রীয় নেতাদের কাছে বলেছিলেন, মামলাটি প্রত্যাহার করে নেবেন। কিন্তু সে তা না করে আজকে আইনজীবী দাঁড় করিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করালেন। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।

সামাজিক অস্থিরতা ও সাম্প্রদায়িক দাঙ্গা ঘটানোর উদ্দেশ্যে ‘হিন্দুস লাইভস মেটারস’ ইউটিউব চ্যানেলে দেয়া বক্তব্যের অভিযোগ এনে মেয়র আইভী ২০২১ সালের ৪ জানুয়ারি খোকন সাহার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন।


আরো সংবাদ



premium cement