২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


গাজীপুরে ১৪ ঘণ্টার ব্যবধানে ট্রেনে কাটা পড়ে নিহত ২

গাজীপুরে ১৪ ঘণ্টার ব্যবধানে ট্রেনে কাটা পড়ে নিহত ২ - ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীতে পৃথক দু’টি দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে নারীসহ দু’জন নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৭টা ও সোমবার সকালে ১৪ ঘণ্টার ব্যবধানে টঙ্গী পূর্বথানার রেল লাইনের দু’টি পয়েন্টে এ ঘটনা ঘটে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সোমবার নিহত ওই নারীর পরিচয় জানা যায়নি।

রোববারে নিহত ব্যক্তি মাদারীপুর সদরের কালিকাপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে মো: তরিকুল ইসলাম (৩৫)।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, সোমবার সকালে এক নারী টঙ্গী পূর্বথানাধীন দত্তপাড়া কাসাইবাড়ি রেলগেট এলাকায় রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সাথে ধাক্কায় মাথায় আঘাত পান এবং ঘটনাস্থলেই নিহত হন তিনি। সংবাদ পেয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই কামাল হোসেন ঘটনাস্থল থেকে নারীর লাশ উদ্ধার করেন।

অপর নিহত তরিকুল ইসলাম রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন বনমালা রেলক্রসিং এলাকায় রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নূর মোহাম্মদ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজে পাঠান।


আরো সংবাদ



premium cement