২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন আহত

ফ্ল্যাটে জমে থাকা গ্যাস বিস্ফোরণ-ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণ
ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণ, ৪ জন আহত - ফাইল ছবি

মুন্সীগঞ্জে চারতলা ভবনের একটি ফ্ল্যাটে জমে থাকা গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার চরমুক্তারপর এলাকার জয়নাল আবেদীনের বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কাওসার (৩৬), শান্তা (২৩) এবং তাদের দুই শিশু ইয়াসিন (৫) ও নোহর(৩)। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘরের থাই গ্লাসের জানালা ভেঙে যায় ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। এসময় ঘরে থাকা গৃহকর্তা কাওসার ও তার স্ত্রী শান্তাসহ দুই শিশু ইয়াসিন ও নোহর অগ্নিদগ্ধ হন। বিস্ফোরণের পর প্রতিবেশীরা তাদের উদ্ধার করেন।

এ বিষয়ে সদর থানার ওসি (তদন্ত) রাজিব খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বন্ধ ঘরে গ্যাস জমে বিস্ফোরণ হতে পারে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement