২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`

সাভারে সিঙ্গার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

- ছবি : নয়া দিগন্ত

সাভারের রাজফুলবাড়িয়া এলাকার জোরপুল সংলগ্ন সিঙ্গার বাংলাদেশ কোম্পানির টিনসেড গুডাউনে নিয়ন্ত্রণে এসেছে।

বৃহস্পতিবার সকালে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ৩ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর পর তাপ নিয়ন্ত্রণ ও ডাম্পিংয়ের কাজ করে ফায়ার সার্ভিসকর্মীরা। তবে এ ঘটনায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। কনট্রোল রুমের উিউটি অফিসার মো: এরশাদ হোসেন এ তথ্য জানান।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে গোডাউনের ওপর দিয়ে বিদ্যুতের লাইনে প্রথমে আমরা আগুন জ্বলতে দেখি। পরে ওই আগুন গোডাউনে কমপ্রেসারের ওপর পড়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চর্তুদিকে ছড়িয়ে পড়লে আমরা ৯৯৯ নম্বরে ফোন দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে।

ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৪-এর কমান্ডার আব্দুল আলিম জানান, গুডাউনে কেমিক্যাল এবং প্লাস্টিক জাতীয় পদার্থ থাকায় আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে প্রচন্ড বেগ পেতে হয়।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: জহিরুল ইসলাম নয়া দিগন্তকে স্থানীয়দের বরাত দিয়ে জানান, ট্রাষ্টফরমার ব্রাষ্ট হয়ে গোডাউনে আগুনের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে বলা যাবে।


আরো সংবাদ



premium cement