০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


ফরিদপুরে করোনায় প্রাণ হারালেন সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার

-

ফরিদপুরে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন সদর উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি (৬৫)। রোববার সকাল সাড়ে ৮টার দিকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। তার পরিবারের আরো সাত সদস্য করোনায় আক্রান্ত বলে জানা গেছে।

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান জানান, গত ২১ মে ফমেকের পিসিআর ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার পর কমলেশ চক্রবর্তী ভানুর কোভিড-১৯ শনাক্ত হয়। তার সাথে তার এক ভাইয়েরও করোনা পজিটিভ পাওয়া যায় সেদিন।

তিনি জানান, ২৪ মে কমলেশ চক্রবর্তী ফমেক হাসপাতালে ভর্তির পর তাকে ফমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেয়া হয়। এরপর একটু ভাল হলে তাকে আইসোলেশন ওয়ার্ডে নেয়ার পর গত শনিবার আবার তাকে আইসিইউতে নেয়া হয়েছিলো। সেখানেই রোববার সকাল সাড়ে ৮টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

রিপোর্ট লেখার সময় দুপুর সাড়ে ১২টার দিকে তাকে দাহ করার জন্য অম্বিকাপুর মহাশ্মসানে নিয়ে যাওয়া হচ্ছিলো। সেখানে তাকে গার্ড অব অনার প্রদানের পর রাষ্ট্রিয় মর্যাদায় দাফনের প্রস্তুতি চলছে বলে জানান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা।

তাকে নিয়ে ফরিদপুরে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজনই মুক্তিযোদ্ধা ছিলেন।


আরো সংবাদ



premium cement