৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


সোনারগাঁওয়ে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের দাফনে স্বেচ্ছাসেবক টিম

সোনারগাঁওয়ে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের দাফনে স্বেচ্ছাসেবক টিম - ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের লাশ দাফন করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকার স্বেচ্ছাসেবক টিম।

শনিবার দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়ন চৌএাপাশা গ্রামের এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার পর তার জানাজা ও দাফন সম্পন্ন করেছেন তারা।

সোনারগাঁওয়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৯ জন মারা গেছেন। শনিবার ওই ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা যান।

স্বেচ্ছাসেবক টিমের নেতা মোহাম্মদ সানাউল্লাহ বেপারীর নেতৃত্বে ১৩ জনের একটি দল তৈরি করা হয়েছে, যারা করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা গেলেই তার বাড়িতে পৌঁছে যান। লাশের গোসল করানো থেকে শুরু করে সব কাজ করেন তারা।

স্বেচ্ছাসেবক দলে রয়েছেন, মো: সানাউল্লাহ বেপারী, হাফেজ মাহমুদুল আনোয়ার, মাওলানা ওসমান গণি, হাবিবুর রহমান, মো: ওমর ফারুক, আলী আকবর, আজিজুল ইসলাম, গোলজার হোসেন, জানে আলম, মহিবুল্লাহ, হানিফ, ফাহমিদ তুহিন ও ইব্রাহিম।

সানাউল্লাহ বেপারি বলেন, করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা গেলে, ওই লাশের পাশে কোনো ব্যক্তিই যেতে চান না। আত্মীয় স্বজনরাও আসতে ভয় পান। লাশ ঘর থেকে বের করে গোসল থেকে শুরু করে কবর দেয়া পর্যন্ত সকল কার্যক্রম সম্পন্ন করে আমাদের টিমের। পাশাপাশি সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইদুল ইসলাম আমাদের দিক নির্দেশনা দিয়ে থাকেন।

নারায়ণগঞ্জ -৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকল কার্যক্রমে পৃথক পৃথকভাবে টিম গঠন করে দিয়েছি। লাশ দাফন, লকডাউন পরিবারের কাছে খাদ্য পৌঁছানো, করোনা রোগীর নমুনা সংগ্রহ, ঢাকায় এ্যাম্বুলেন্সে রোগী আনা-নেয়া, মৌসুমি ধান কেটে কৃষকের ঘরে উঠানো, সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে জনসচেতনতার সৃষ্টি করা, মধ্যবিত্তদের ঘরে ঘরে হট লাইনের মাধ্যমে খাবার পৌঁছানোর ব্যবস্থা করাসহ সকল কাজেই আমার গঠিত টিমের স্বেচ্ছাসেবকরা করে থাকেন।


আরো সংবাদ



premium cement
ট্রেনে বন্ধুর ব্যাগ তুলে দিতে গিয়ে প্রাণ গেল কিশোরের গাজা উপকূলে বন্দর নির্মাণের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্র মানুষের প্রতিকার চাওয়ার কোনো জায়গা নেই : রিজভী রেলের ভাড়া না বাড়ানোর আহ্বান জাতীয় কমিটির ব্যারিস্টার খোকনের অব্যাহতিপত্র প্রত্যাহার বড়াইগ্রামে পুকুরে বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ নিধন পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫ ‘৭ জানুয়ারি নৌকার প্রার্থীকে জেতানোর জন্য আমরা অনেক অপকর্ম করেছি’ যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনিদের পক্ষে নির্মিত তাঁবু গুটাতে কলাম্বিয়ার শিক্ষার্থীদের অস্বীকৃতি দোয়ারাবাজারে নিখোঁজের ২ দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার খালিস্তানিদের পাশে থাকার বার্তা ট্রুডোর, উদ্বেগ ভারতের

সকল