০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


মাফ চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার পর সাংবাদিকের মৃত্যু

আবুল হাসনাত - ছবি : নয়া দিগন্ত

সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের শারীরিক অবস্থা ভালো না জানিয়ে স্ট্যাটাস দেয়ার কিছুক্ষণ পরই মারা গেছেন সাংবাদিক আবুল হাসনাত। তিনি একাধারে প্রেসক্লাব ফরিদগঞ্জের দফতর সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা ছিলেন। তার শরীরে করোনাভাইরাস উপসর্গ ছিলো বলে জানিয়েছেন চিকিৎসক ও পরিবারের লোকজন।

শুক্রবার রাত ১টার দিকে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। তাতে লিখেন, 'আমার অবস্থা ভালো না। আমাকে সবাই মাফ করে দিবেন। আমার সন্তানদের একটু দেখবেন।'

এর কিছুক্ষণ পর স্ত্রী-সন্তান তাকে দ্রুত চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত আড়াইটার দিকে তিনি মারা যান।

আবুল হাসনাত হাসেম ১৯৯০ সাল পর্যন্ত ছাত্রলীগ, ফরিদগঞ্জ উপজেলা শাখার আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।

চাঁদপুর জেলা বিএমএর সাবেক সভাপতি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার হারুন অর রশিদ বলেন, রাতে হঠাৎ আবুল হাসনাতের শ্বাসকষ্ট শুরু হয়। পরে সদর হাসপাতালে আসার পর চিকিৎসা শুরু করা হলেও কিছুক্ষণের মধ্যেই মারা যান। তার দুই দিন ধরে জ্বর ছিল। করোনার লক্ষণ থাকায় তার নমুনা সংগ্রহ করা হবে।

সাংবাদিক আবুল হাসনাতের মৃত্যুতে ফরিদগঞ্জের সাংবাদিকগণ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।


আরো সংবাদ



premium cement