০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


নরসিংদীতে প্রতিপক্ষের হামলায় আহত ১০

-

নরসিংদীর বেলাবতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার উপজেলার নীলক্ষিয়া গ্রামে এ হামলার ঘটনাটি ঘটে।

মামলার এজহার সূত্রে জানা যায়, ০৪ এপ্রিল বিকেল ৫টায় নীলক্ষিয়া গ্রামের শাহজাহান কাজীর ছেলে জুয়েল কাজী বাড়ির পাশে ফুফার বাড়িতে গেলে পূর্ব শত্রুতার জের ধরে যোগী বাড়ীর মনো ব্যাপরীর ছেলে বাবুল মিয়ার নেতৃত্বে ৪/৫ জন দেশীয় অস্ত্র নিয়ে জুয়েল কাজীর ওপর হামলা চালায়। এসময় উপস্থিত লোকজন জুয়েলকে উদ্ধার করে বাড়িতে পাঠিয়ে দেয়।

পরবর্তীতে কাজী বাড়ির লোকজন এ গঠনার প্রতিবাদ করলে যোগী বাড়ির লোকজন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রোববার কাজী বাড়ির লোক জনের ওপর আবারো হামলা চালায়। এতে কাজী বাড়ির ১০ জন আহত হয়েছেন।

আহতরা হলেন মুক্তিযোদ্ধ হুমায়ুন কাজী, জুয়েল কাজী, সুলতান কাজী, জিসান কাজী, সুমন কাজী, সজীব কাজী, মাহফুজ কাজী, সোহাগ কাজী, মাছুম কাজী ও জুবেদা খাতুন।

এঘটনায় বাবুল মিয়ার ছেলে এবাদুল্লা হককে (২০) প্রধান করে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫ জনকে আসামি করে বেলাব থানায় একটি মামলা দায়ের করেন শাহজাহান কাজী। মামলা নং -০১ তাং ০৫-০৪-২০ ইং।

মামলার অন্য আসামিরা হলেন, মকবুল মিয়ার ছেলে দুলাল (২৫), সবুজ মিয়ার ছেলে হৃদয় (১৯), মনো ব্যাপারীর ছেলে বাবুল (৪৪), মদ্দিস মিয়া (৪৫), মাসুদ (৩৪) ও সবুজ মিয়া (৪০) , বাবুল মিয়ার স্ত্রী নাছিমা (৩৮), নুরু মিয়ার ছেলে সুজন (২৮), মদ্দিস মিয়ার ছেলে শ্যামল মিয়া (২২)।

এদিকে ঘটনার পরপরেই অভিযান চালিয়ে বাবুলে স্ত্রী নাছিমা বেগমকে আটক করে থানায় নিয়ে এসেছে পুলিশ।


আরো সংবাদ



premium cement