০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


বালুবাহী বাল্কহেড ডুবে নিখোঁজ ৩ জনের মধ্যে ২ জনের লাশ উদ্ধার

- নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের গজারিয়া লঞ্চঘাটের কাছে মেঘনা নদীতে লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবিতে নিখোঁজ তিনজন শ্রমিকের মধ্যে দুইজন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত এই দুই শ্রমিকের নাম আসলাম (২৬) ও মামুন হাওলাদার (৬০)। তাদের বাড়ি বরগুনার তালতলীতে। সোমবার বিকেলে নিহত এই দুই শ্রমিকের লাশ উদ্ধার করে কোস্টগার্ড গজারিয়া স্টেশনের ডুবুরিরা।

কোস্টগার্ডের গজারিয়া স্টেশনের চীফ পেটি অফিসার আব্দুস সামাদ জানান, দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বালুবাহী জাহাজটি সনাক্ত করা হয়। নদীর ১০৭ ফুট নীচে ডুবে থাকা জাহাজের ভিতর থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে পুলিশ ও প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার হাসান সাদী বলেন, বালুভর্তি জাহাজ ডুবিতে নিহত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে। উদ্ধার হওয়া দুইজনের প্রত্যেককের পরিবারের কাছে ২০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেয়া হয়েছে। নিখোঁজ বাকী একজনের লাশ উদ্ধার হলে তার পরিবারকেও এই ক্ষতিপূরণ দেয়া হবে।


আরো সংবাদ



premium cement