২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


ও য়ে ল সে র রূ প ক থা

ক্যারাগোনানের পরীরা

-

(গত দিনের পর)
একদিন পরীকন্যা তার মায়ের কাছে এসে বলে, ওই যে নীল জলের ওপাড় দেখা যায়, আমি ওই রাজ্যে বেড়াতে যাবো মা।
পরীরানী বলেন, ওটা তো মনুষ্যকুলের রাজ্য! ওই রাজ্যে কেন যাবে তুমি? তোমার এখনো বয়স হয়নি। মাত্র পনেরো পেরিয়েছো। আর একটু বড় হও, তারপর যেও?
পরীকন্যা বলে, আমি অনেক বড় হয়েছি মা, আজই যাবো আমি। তুমি অনুমতি দাও। আমি যাবো ওই রাজ্যে।
পরীরানী আর কী করে। অনুমতি দিলো সে, তার মেয়ে আজ ওই দূরের মনুষ্যরাজ্যে বেড়াতে যাবে। রানী মন্ত্রপূত একটি মাদুলি পরিয়ে দিলো মেয়ের গলায়। বলল, এই মাদুলি স্পর্শ করে তুমি ইচ্ছে এত পাখি হতে পারবে, আবার ইচ্ছে এত আগের রূপে ফিরে আসতেও পারবে।
সেই রাতে ‘পিউফিন’ পাখি হয়ে উড়াল দিলো পরীকন্যা। সাগরের ওই পাড়ে যাবে সে। ওই ওয়েলস দ্বীপে। (চলবে)

 


আরো সংবাদ



premium cement