২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

প্যাঙ্গোলিন ভয়ঙ্করদর্শন প্রাণী

-

বলছি প্যাঙ্গোলিনের কথা। এটি কী? একটি ভয়ঙ্করদর্শন প্রাণী। অনেকেই এ প্রাণীর আকৃতি দেখে মনে করেন, এটি বুঝি ডাইনোসরের বংশধর, কেউবা ভাবেন গিরগিটির বন্ধু। সত্যি কি তাই? মোটেই না। এ প্রাণীর আকার-আকৃতিই কিছু মানুষকে এসব ভাবতে বাধ্য করে। ভয়ঙ্করদর্শন হলে কী হবে, চরিত্রগতভাবে এটি নিরীহ ও গোবেচারা। প্যাঙ্গোলিনের পুরো শরীর ঢাকা থাকে লালচে বা খয়েরি রঙের শক্ত আঁশ দিয়ে; মাছের শরীর যেভাবে ঢাকা থাকে আঁশ দিয়ে, অনেকটা সে রকমের। এ প্রাণীর মুখ সুচালো, লেজ শরীরের চেয়ে মোটা ও বড়।
প্যাঙ্গোলিন আপন মনে পিঁপড়া ধরে খায়। ভয় পেলে এটি নিজের বিশাল শরীরটাকে ছোট বলের মতো গুটিয়ে ফেলে খুবই শক্ত করে রাখে। ভয় পাওয়ার সময় শরীরটাকে এত শক্ত করে, তখন তাকে আঘাত করা কঠিন ব্যাপার।


আরো সংবাদ



premium cement