২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`
নি ত্যো প ন্যা স

অদ্ভুত অদল বদল

-

সাত.
আব্বাছ খাঁ মনে মনে বলে, ‘মানুষ হওয়ার বড়ই অসুবিধে। যা মনে আসে তাই মুখে বলা যায় না। মুখে অন্যটা বলতে হয়। ভূতের কত সুবিধে! ইচ্ছে করলেই যা খুশি তাই করা যায়। যা খুশি তাই বলা যায়।’

গাভু (রোগা ভূত) বলল, ‘আমি ওই লোকটার ভেতরে ঢুকবো। লোকটা বড় ভালো রে। দেখছিস ভূতের উপরে কেমন মায়া। ও নিশ্চয় আমার অনাদর করবে না।’
টাভু (মোটা ভূত) হা হা করে গাভুকে আঁকড়ে ধরল। ‘অ্যাই করিস কি করিস কি! তুই চিমসে, ওই মোটার মধ্যে ঢুকবি কেন? তুই ওর পাশের চিমসানোটার মধ্যে ঢোক।’
গাভু হে হে করে বিশ্রী শব্দে হেসে উঠল। ‘সাধে কি আর তোকে বলি তালের আটি। বুদ্ধির বহর দেখ।’
‘কেন কী হয়েছে?’
‘শোন, তুই মানুষ থাকতে কেমন ছিলি?’
‘হ্যাংলা পাতলা।
‘এখন কেমন হয়েছিস?’
‘মোটাসোটা।’
‘তাহলে?’
‘তাহলে কি?
‘তাহলে মানুষের মধ্যে ঢুকতে গেলে তোকে চিমসের মধ্যে ঢুকতে হবে।’
‘আর তোকে?
‘আমি ঢুকব ও গন্ধমাদন পাহাড়ের মধ্যে।
টাভুর কেমন একটু সন্দেহ হয়। ‘তুই ঠিক বলছিস তো?
‘হানড্রেড পার্সেন্ট। আমার থিওরিতে কখনো ভুল হয় না।’
‘তাহলে আর কি। ভূতের রাজার নাম নিয়ে ঢুকে পড়ি।
এবারে গাভু হা হা করে উঠল। ‘আবার কি হলো?
‘এরকম চুপচাপ অবস্থায় ঢুকে পড়বি? আর যদি বের না হতে পারিস?” (চলবে)


আরো সংবাদ



premium cement