২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`
নি ত্যো প ন্যা স

আকাশের ওপারে আকাশ

-

তিপান্ন.
দু-একজন পরী রিয়াজের দিকে আনন্দিত মুখে আগ্রহ ভরে তাকালেও কৌতূহলের সীমানা ছাড়িয়ে ওকে নিয়ে আগ্রহ দেখাল না। এমনকি তিতলী পরী রাজকন্যা হলেও তার সাথে রাজকন্যাসুলভ সম্মান না দেখিয়ে সাধারণ পরীর মতো আচরণ করল দেখে রিয়াজ অবাক হলো।
দেখতে দেখতে ওরা সেই সারিবাঁধা গোলাকার গম্বুজাকৃতির একটি বাড়ির দরজায় চলে এলো। তিতলী পরী সুন্দর নকশা করা রুপালি দরজার সামনে গিয়ে ধাক্কা দিতেই দরজা আপনা থেকে খুলে গেল। রিয়াজ অবাক হয়ে লক্ষ করল দরজায় কোনো তালা নেই। এমনকি তালা লাগানোরও কোনো ব্যবস্থা নেই।
রিয়াজ অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, ‘এটাই তোমাদের বাড়ি?’
‘হ্যাঁ। এটাই আমাদের বাড়ি। এখানে আমার মা-বাবা থাকে। কেন বাড়ি পছন্দ হয়নি তোমার?’
রিয়াজ অপ্রস্তুতভাবে বলল, ‘না না, পছন্দ হবে না কেন? কিন্তু আমি ভাবছিলাম রাজাদের...’
‘কি ভাবছিলে?’
কথা বলতে বলতে ওরা দরজা পেরিয়ে বাড়ির ভেতরে ঢুকে গেল। বাড়ির বাইরের দিকটা গোলাকৃতির হলেও ভেতরে সাধারণ বাড়ির মতোই সবকিছু চৌকোনা। ভেতরে আসবাবপত্র তেমন আহামরি গোছের কিছু না হলে খুব সুন্দর ছিমছাম করে সবকিছু সাজানো। হালকা রুপালি আলোয় ভরে আছে ঘরের কামরাগুলো।
তিতলী পরী বলল, ‘এদিকে এসো। তোমার রুম দেখিয়ে দিচ্ছি। এখন থেকে এখানে থাকবে তুমি। অনেক পথ পাড়ি দিয়ে এসেছ। এখন নিজের কামরায় গিয়ে একটু বিশ্রাম নাও।’ বলে তিতলী পরী তাকে নিয়ে গেল পাশের একটা কামরায়। (চলবে)


আরো সংবাদ



premium cement