২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`
জানা-অজানা

রত্নাকর

-

ছোট্ট বন্ধুরা,
তোমরা কি ‘রত্নাকর’ শব্দটির সাথে পরিচিত? কী, অনেক কঠিন মনে হচ্ছে তো? দাঁড়াও সহজ করে বলি। রত্ন ও আকর এ দু’টি শব্দ মিলে হয়েছে রত্নাকর। রত্ন মানে মণি-মুক্তাদি, জওহর, জহরত অর্থাৎ অনেক অনেক দামি জিনিস। আর ‘আকর’ মানে খনি, উৎপত্তিস্থান, উৎস, আধার ইত্যাদি। তাহলে ‘রত্নাকর’ মানে রত্নের খনি। দামি দামি জিনিসের খনি বা উৎপত্তি স্থান। সাগরকে বলা হয় রত্নাকর। তারে মানে সাগর হলো দামি দামি জিনিসের খনি। রেডিয়াম, ইউরেনিয়াম থেকে শুরু করে সোনা, রুপা, তামা, সিসা, দস্তা ইত্যাদি ধাতু, ক্যালসিয়াম, আর্সেনিক, ম্যাগনেসিয়াম, ব্রোমিন, আয়োডিন ইত্যাদি যত মৌলিক পদার্থ সবই সাগরে পাওয়া যায়। তবে এর বেশির ভাগই সাগরের পানি থেকে বের করে নেয়া কঠিন ও ব্যয়বহুল।
প্রবাল ও মুক্তা সমুদ্রের রত্ন। প্রবাল জন্মে একপ্রকার সামুদ্রিক কীটের হাড় থেকে। আর মুক্তা জন্মে এক রকম ঝিনুকের পেটে।


আরো সংবাদ



premium cement