২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`
জা না-অজানা

বাস্কেটবল

-

ছোট্ট বন্ধুরা,
বাস্কেটবল এক ধরনের খেলা। প্রধানত এটি খেলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। ভলিবলের মতো এটি হাত দিয়ে খেলতে হয়। তবে এতে ভলিবলের মতো জাল (নেট) থাকে না। খেলার মাঠের দুই প্রান্তে দুটি খুঁটির উপর একটি চারকোনা কাঠের পাটা থাকে এবং মাটি থেকে দশ ফুট উঁচুতে তার মাঝে খাড়া করে বসানো থাকে প্রায় ১৮ ইঞ্চি ফাঁকওয়ালা গোল আংটা (রিং)। এটি থেকে ঝুলানো থাকে একটি ছোট গোল মুখখোলা জাল। আর এই আংটা আর জাল হলো বাস্কেট। এই বাস্কেটে বল ফেলে গোল করতে হয়।


আরো সংবাদ



premium cement