০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


প লি নে শি য়া ন লি জে ন্ট

বাইন মাছ ও একটি নারকেল গাছ

-

(গত দিনের পর)

এরপর সুন্দরী হিনা তার সখিদের নিয়ে রওয়ানা হয়, বাড়ির পথে। হেঁটে হেঁটে অনেকটা দূর চলে আসে তারা। এমন সময় সকাল গড়িয়ে দুপুর হয়। রোদে সব সখিদের মনে ইচ্ছে জাগে সাগর জলে নেমে সাঁতার কাটতে। একটুখানি গা জুড়িয়ে নিতে।

সখিদের মধ্য থেকে একজন বলে, ‘উহ্, বড্ড গুমোট। চলো না, স্নান করে নিই সবাই।’

এক সখির মুখ থেকে এমন কথা শুনতে শুধু বাকি, সবাই ঝাঁপিয়ে পড়ে জলে। হিনাও ভুলে যায় মৎস্য দেবতার সতর্ক বাণী। বাইন মাছের মুণ্ডুটি সে মাটিতে রেখে ঝাঁপিয়ে পড়ে সাগর জলে। নীল জলে নেমে অনেকক্ষণ সাঁতার কাটে তারা।

সবাই ভুলে যায় হিনার হাতের সেই বাইন মাছের মুণ্ডুটির কথা। ভুলে যায় তারা এই মুণ্ডু মাটিতে রাখা যাবে না। মাটিতে রাখলেই নরম মাটির গহিনে চলে যাবে। গা জুড়াতে গিয়ে জলে নেমে তারা সবাই ভুলে যায় মৎস্য দেবতার সেই নিষেধের কথা।

স্নান সেরে সবাই যখন ডাঙায় ওঠে, কেউ আর বাইন মাছের কাটাশুণ্ডুটি খুঁজে পায় না। সবাই তখন হিনাকে বলে, ‘এ নিয়ে চিন্তা করো না সখি। কাটা মুণ্ডুতে কি জীবন থাকে? দূর ছাই! বাইন মাছের মুণ্ডু। এ নিয়ে এত ভাবনা কিসের। চলো বাড়ি যাই।’ (চলবে)

 


আরো সংবাদ



premium cement