২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


নি ত্যো প ন্যা স

স্কুল ছুটির পর

-

বার.

ওই ভূতের আড্ডাখানায় লটারির টিকিট রেখে আসতে হবে!

ওস্তাদ খয়ের খাঁ বিরক্ত মুখে প্যান্ডেল থেকে বের হলো। দুই গাধা সহযোগীর জন্য জীবনে কোনো কাজেই সফলতা পাচ্ছে না সে। এ পর্যন্ত কোনো অভিযানেই সফল হতে পারেনি। ভাগ্য ভালো, গাধা দুটোর বোকামিতে কখনো ধরাও পড়তে হয়নি। এখন লটারির টিকিটের এই টাকাটা যদি কোনোভাবে হাতানো যায় তাহলে হয়। কিন্তু এ রকম গাধাদের ওপর ভরসা করে এত বড় কাজে হাত দিতে ভরসা পাওয়া যায় না। আবার হানড্রেট পার্সেন্ট কনফার্ম না হয়ে কোনো কাজে হাত দেয়া ঠিক নয়।
খয়ের খাঁর প্রধান সাগরেদ বাচ্চু মিয়া বলল, ‘ওস্তাদ, প্যান্ডেলে ঘুরে ঘুরে কী দেখলেন ঠিক বুঝলাম না।’
খয়ের খাঁ খুব ভাব ধরে বলল, ‘সব কিছু যদি তোরা বুঝে ফেলিস তাহলে আমি বস কী করতে। বস তো আমিই, নাকি?’
‘জি বস।’ বাচ্চু মিয়া তাড়াতাড়ি বলল।
‘আছে রে! সব হিসেবপত্র আছে। এই প্যান্ডেলের সাথে লটারির তিরিশ লাখের একটা গভীর সম্পর্ক আছে।’
‘কি রকম ওস্তাদ?’ গাধা সাগরেদ ন্যাটা মিয়া জিজ্ঞেস করল।
‘তোরে না কতবার কইছি ওস্তাদ কইবি না। বস কইবি। ওস্তাদ কইলে কেমন ক্ষেত ক্ষেত লাগে। মনে হয় গ্রাম থেকে উঠে আইছি।’
‘জি আচ্ছা ওস্তাদ...থুক্কু বস!’ ন্যাটা মিয়া দাঁতে জিব কাটল। ‘কিন্তু কামটা কি কইলেন না।’
‘তার আগে আমারে ক দেখি প্রতিবন্ধী কল্যাণের জন্য লটারি করছে কারা?’
(চলবে)


আরো সংবাদ



premium cement