২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`
ও য়ে ল সে র রূ প ক থা

ক্যারাগোনানের পরী

-

(গত দিনের পর)
যেভাবে বলেছি সেভাবেই তুমি করবে। ভয় নেই তোমার। আমি আছি। সাথে সাথেই থাকব তোমার। তবে অদৃশ্য হয়ে থাকব। এটুকুই। এর বেশি সাহায্য করতে পারব না আমি। সেটা আমার সাধ্যের বাইরে। তোমার কাজ তুমি করে যাবে। আমি শুধু মানসিক শক্তি জুগিয়ে যাবো তোমায়।

পরের রাতে যুবকের আর ঘুম নেই, কখন রাত গভীর হবে। কখন সে চলে যাবে সেই দেবদারু গাছের তলায়। সে অপেক্ষায় বসে থাকে। মধ্যরাত হতে না হতেই যুবকটি বেরিয়ে পড়ে বাড়ি থেকে। সাথে করে নিয়ে যায় একটি শাবল। অন্ধকার রাত। যুবকটি দেখে অন্ধকারেরও চোখ আছে। রাত সবাইকে দেখতে পায়, কিন্তু রাতকে কেউ দেখতে পায় না। রাত যেন তাকে ডেকে ডেকে বলছে, আর এগিও না হে যুবক। আর এগিও না। সামনে মহাবিপদ। সাবধান হও!
যুবকটি আবার শুনতে পায়, এবার অন্য কণ্ঠে, অন্য কেউ। যুবকটি বুঝতে পারে, পরীরানী তাকে সাহস জুগিয়ে বলছে। এগিয়ে যাও হে যুবক। ভয় পেও না। তুমিই পারবে। এ কাজ তুমিই পারবে। তুমি না পারলে বিপদ হবে সবার। ( চলবে)


আরো সংবাদ



premium cement