২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`
ই রা নে র রূ প ক থা

দুঃসাহসী দুই কিশোর

-

(গত দিনের পর)
বেন্টদের বাড়ির গেট বন্ধ রয়েছে। তাতে অবশ্য সমস্যা নেই, বেন্টের কাছেও একটা চাবি আছে। সেই চাবি দিয়ে গেট খুলে ভেতরে ঢুকলো বেন্ট, সঙ্গে ঘুমে ঢুলুঢুলু উলাভ।
বেন্ট বাড়িতে পা রেখেই চেঁচিয়ে উঠে বললো, মা ...! আমরা এসে গেছি।
বেন্টের বাবা-মা ওর পথ চেয়ে জেগেই ছিলেন। এবার কণ্ঠ শুনে ড্রইংরুম থেকে ছুটে বের হলেন। বেন্টের মা বেন্টকে জড়িয়ে ধরে আনন্দে কেঁদেই ফেললেন। কাঁদতে কাঁদতে বললেন, এতক্ষণ তুই কোথায় ছিলি বাবা? সেই বিকাল থেকেই তোর চিন্তায় আমরা মরে যেতে বসেছি।
বেন্ট মায়ের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিতে বললো, জানি তোমরা চিন্তা করছো। কিন্তু কী করবো বলো, উলাভকে বিপদের মাঝে ফেলে তো আমি চলে আসতে পারি না। তাই উলাভকে বিপদ থেকে উদ্ধার করে নিয়ে এলাম।
: উদ্ধার করে নিয়ে এলে মানে? উলাভ তো সেই বিকালেই এসে গেছে। ভালো কথা, এ ছেলেটি কে?
এবার প্রশ্ন করলেন বাবা। বেন্ট বললো, এই তো উলাভ। তোমার নাম উলাভ না?
উলাভ মাথা নেড়ে বোঝালো ওর নাম উলাভ। কিন্তু মা বললেন, ওর নাম উলাভ? কিন্তু আমাদের উলাভ তো আগেই এসে গেছে? ওই তো উলাভ এসেছে। (চলবে)

 


আরো সংবাদ



premium cement