২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`
ই রা নে র রূ প ক থা

দুঃসাহসী দুই কিশোর

-

(গত দিনের পর)

: তোমার চাচাতো ভাইয়ের নাম? নাহ্, যত দূর মনে পড়ে আমি শুধু তোমার নামই শুনেছিÑ বেন্ট হলম।
: উলাভের নামও বলা উচিত ছিল।
মন খারাপ করে বলল বেন্ট। ওর আরেকটি কারণে মন খারাপ হলোÑ রেডিও বিজ্ঞপ্তিটা সম্ভবত স্কুলের বন্ধুদের মধ্যে দু-চারজনও শুনে থাকবে। অমন হলে সবাই ওকে নিয়ে হাসাহাসি করবে। বলবে হারিয়ে যাওয়া বোকা ছেলে। আহ্, জীবনে সমস্যার আর শেষ নেই।
কিছুক্ষণের মধ্যেই ব্রুনস স্ট্রিটে গাড়ি পৌঁছে গেলো। সাতাশ নাম্বার বাড়ির সামনে গাড়ি থামিয়ে ভদ্রলোক বললেন, এবার নেমে পড়ো বাচ্চারা, আমার খুব তাড়া, আমাকে আবার রোগী দেখতে যেতে হবে।
বেন্টগাড়ি থেকে নেমে উলাভকে প্রায় টেনেহিঁচড়ে নামালো। ঘুমে ঢুলুঢুলু করছিল সে। পড়ে যায় যায় অবস্থা। সেই উলাভকে সামলে নিয়ে এখানে পৌঁছে দেয়ার জন্য ভদ্রলোককে ধন্যবাদ জানালো বেন্ট। একটা সুন্দর হাসি উপহার দিয়ে ভদ্রলোক সাঁই করে গাড়ি ছুটিয়ে দিলেন। (চলবে)


আরো সংবাদ



premium cement