২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

যে মাকড়সা পোষা যায়

-

 

আজ তোমরা জানবে একটি বিষাক্ত মাকড়সা সম্পর্কে। মাকড়সাকুলে এটিই সবচেয়ে বিদঘুটে, শরীর বেশ বড় আকারের। লিখেছেন লোপাশ্রী আকন্দ


এ মাকড়সা বিষাক্ত । বিভিন্ন গল্প-উপন্যাসে একে তোলা ধরা হয়েছে ঘাতক প্রাণী হিসেবে। তবে এটি ঘাতক নয়, বরং বেশ উপকারী। মাকড়সাটির নাম ট্যারানটুলা।
এর বিষ মানুষের তেমন ক্ষতি করে না। এ বিষ দিয়ে শিকারিরা শিকার বশ করার টোটকা তৈরি করে। হজম শক্তি বাড়ানোর ওষুধ তৈরি করতেও এ বিষকে কাজে লাগানো যায়।
ট্যারানটুলা পোকামাকড় খেয়ে ঘরদোর পরিষ্কার রাখে। জানা যায়, দক্ষিণ আফ্রিকার অনেক বাড়িতে এটি পোষা হয়।
সাধারণ মানুষের কাছে কিম্ভূতকিমাকার প্রাণী হিসেবে ট্যারানটুলার পরিচিতি আছে। মাকড়সাকুলে এটিই সবচেয়ে বিদঘুটে, শরীর বেশ বড় আকারের। পা লোমশ। অন্য জাতের মাকড়সার মতো এর পায়ের সংখ্যা আট। বড় শরীর দুলিয়ে আট পায়ে যখন এটি ছুটে চলে, অনেকেই অজানা ভয়ে আঁতকে ওঠেন।
সত্যি বলতে কি, এর বিষের যন্ত্রণা মৌমাছির হুল ফোটানোর চেয়ে কম। এর কামড়ে মানুষ মরে না। ট্যারানটুলাকে অনেক লেখক ভয়ঙ্কর প্রাণী হিসেবে বর্ণনা করলেও তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। বলা যায়, এসব বর্ণনা তাদের উর্বর মস্তিষ্কের কল্পনা ছাড়া কিছুই নয়। ট্যারানটুলা প্রায় ৩০ বছর পর্যন্ত বাঁচে। এটি প্রায় ৮৫ গ্রাম পর্যন্ত ওজনের হতে পারে।

 


আরো সংবাদ



premium cement