০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


কে কী-----------কেন কিভাবে

ক্রিসমাস বিটল

-


আজ তোমরা জানবে ক্রিসমাস বিটল সম্পর্কে। এটি একটি গোবরে পোকার নাম। বাড়িঘরের আশপাশে সচরাচর এদের দেখা যায়। লিখেছেন মো: রেজাউল হক

ক্রিসমাস বিটল একটি গোবরে পোকার নাম। এটি গ্রীষ্মকালে দারুণ সক্রিয় হয়ে ওঠে। এদের গায়ের রঙ উজ্জ্বল বাদামি এবং আকারে বেশ বড়। বাড়িঘরের আশপাশে সচরাচর এদের দেখা যায়। রাতে এরা মাটিতে হামাগুড়ি দিয়ে চলে। অনেক সময় ঘরের ভেতরে এদের উড়তে দেখা যায়। শরীর শক্ত খোলসে আবৃত। সেই খোলশের ওপর পিঠে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক বাদামি দাগ। এরা লম্বায় প্রায় ২০ মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। ইউক্যালিপটাস গাছের পাতা এদের প্রিয় খাবার। গোবরে পোকার সংখ্যা বেড়ে গেলে ্ইউক্যালিপটাস গাছের পাতা মারাত্মকভাবে আক্রান্ত হতে পারে।
ক্রিস্টমাস বিটল মাটিতে ডিম পাড়ে। সেখানে এদের লার্ভা প্রায় এক বছর জৈব সার, গাছের গোড়া এবং অন্যান্য শাকসবজি খেয়ে বেঁচে থাকে। আবার কোনো কোনো ফার্মে গাছের গোড়ার নরম অংশ, ময়লা এবং গোচারণভূমির জৈবসার খেয়ে এরা বেঁচে থাকে। বাগানের মধ্যে মরা ঘাস, পচা পাতা এসব খেয়েও এরা বেঁচে থাকে।
শীতের শেষে লার্ভার জন্ম হয়। জন্মের কয়েক সপ্তাহ পর এরা পরিণত বয়সী হয়। বৈজ্ঞানিক নাম ক্রিস্টমাস বিটল। শ্রেণী-ইনসেক্টা, বর্গ- কপিউপটেরা, পরিবার- স্কারাবেডিয়া, গোত্র- এনাপ্লোগনাথাস এবং প্রজাতি- প্যালিডিকোলিস।

 


আরো সংবাদ



premium cement