২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


আ র বে র রূ প ক থা

সভাকবি বানর

-

(গতদিনের পর)

জাহাজটি সাগরপথে চলতে চলতে একসময় নোঙর করে ইরাকের বাগদাদ নগরীতে। মনে মনে অনেক ধন্যবাদ জানিয়ে বানরটি নেমে পড়ে জাহাজ থেকে। নেমে আসে বাগদাদ নগরীতে। এর পর হেঁটে চলে যায় নগরীর ভেতর।
বানরটি এখন বাগদাদ নগরে ঘুরে বেড়াচ্ছে। মানুষ এটা ওটা দেয়। তাই খেয়েই তার জীবন বাঁচে। বানর বুঝতে পারছে, বাগদাদ নগরীর লোকেরা বেশ দয়ালু। সে ভাবছেÑ এ দেশের বাদশাও দয়ালুই হবেন। বাদশা দয়ালু হলেই প্রজারা দয়ালু হয়। এখন খাবারের অভাব নেই বানরের।
একদিন বাগদাদের রাস্তা দিয়ে বানরটি হেঁটে বেড়াচ্ছে আর ভাবছে। পুরনো স্মৃতি কিছুটা ফিরে এসেছে তার। তার মনে পড়ছেÑ কোনো কালে সে মানুষ ছিল। ছিল এক বিদ্বান যুবক এবং কবি। সুঠাম সুন্দর দেহ ছিল তার। কোনো এক নদীর পাড়ের বটগাছের নিচে বসে কবিতা লিখছিল সে। হঠাৎ এক দৈত্য এসে তাকে বানর বানিয়ে দেয়। ভাগ্যের কী নির্মম পরিহাস! এখন বানর-জীবন তার।
(চলবে)

 


আরো সংবাদ



premium cement