০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
`


মোস্তাফিজের দুই উইকেট, চেন্নাইয়ে দ্বিতীয় জয়

মোস্তাফিজের দুই উইকেট, চেন্নাইয়ে দ্বিতীয় জয় - ছবি : সংগৃহীত

ম্যাচটা শুরু করেছিলেন মোস্তাফিজ, আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে৷ পার্পেল ক্যাপ দখলে রেখে। তবে শুরুর দিকে হতাশ করেন মোস্তাফিজ, দেখেন মুদ্রার উল্টো পিঠ। যদিও শেষ দুই দিকে এসে ফেরেন চেনা ছন্দে, তুলে নেন জোড়া উইকেট। সেই সাথে টানা জোড়া জয় তুলে নিয়েছে চেন্নাই।

ঘরে মাঠে মঙ্গলবার গুজরাট টাইটান্সকে ৬৩ রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। আগে ব্যাট করে ৬ উইকেটে ২০৭ রান তুলে চেন্নাই। জবাবে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রানে থেমেছে গুজরাট। ৪ ওভার বোলিং করে ৩০ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন মুস্তাফিজ।

অবশ্য ব্যাট হাতেই জয়ের পথে অনেকটা এগিয়ে যায় চেন্নাই। শুরু থেকেই আগ্রাসী ছিলেন রাচিন রবীন্দ্র। ৫ ওভারেই দলকে এনে দেন ৫৮ রান। তবে পাওয়ার প্লের শেষ ওভারে এসে রশিদ খানে শিকার হন, আউট হন ২০ বলে ৪৬ রানে। তবে কমেনি রানের গতি, ধরে রাখেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়।

১২.৩ ওভারে দলীয় সংগ্রহ যখন ১২৭, তখন আউট হন গায়কোয়াড়। রাচিনের সমান ৪৬ করেন ৩৬ বল খেলে। এরপর জ্বলে উঠেন শিভাম দুবে। ২৩ বলে ৫১ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। এছাড়া ডেরিয়েল মিচেল ২৪, সামির রিজবি ১৪ ও ৩ বলে ৭* রান করেন জাদেযা। ৪৯ রানে ২ উইকেট নেন রশিদ খান।

চেন্নাইয়ের দেয়া বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি গুজরাটের। পাওয়ার প্লেতেই হারায় ২ উইকেট। দুই ওপেনার শুভমান গিল (৮) ও ২১ রানে ঋদ্ধিমান সাহাকে সাজঘরে ফেরান দীপক চাহার। মাঝে দ্বিতীয় ওভারে বল হাতে আসেন মোস্তাফিজ, দেন ১০ রান।

পরের ওভার করতে এসে আরো হতাশ করেন মোস্তাফিজ। ১১তম ওভারে দেন ১৩ রান। ফলে প্রথম দুই ওভারে ২৩ রান দিয়ে মেলেনি কোনো উইকেট। তবে পরের দুই ওভারেই দেখা মেলে ভিন্ন মোস্তাফিজের। ১৭ তম ওভারে এসে ফেরান রশিদ খানকে। ওই ওভারে মাত্র ১ রান দেন তিনি। আর নিজের শেষ ওভারে ফেরান রাহুল টেওয়াটিয়াকে

মুস্তাফিজের শুরু ভালো না হলেও বাকিরা দারুণ করে। চতুর্থ উইকেটে ডেভিড মিলার এবং সাই সুদর্শন বড় জুটি গড়ার চেষ্টা করলেও সেটা হতে দেননি ভারতীয় পেসার তুষার দেশপান্ডে। মিলারকে (২১) ফেরানোর পর দ্রুত সময়ে আজমতউল্লাহ ওমরজাইকেও (১২) ফেরান তিনি। ১৫.২ ওভারে ১১৮ রানে ৬ উইকেট হারায় গুজরাট।

পরের দুটো উইকেট নেন মোস্তাফিজ। কোটা শেষ করেন ৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৩০ রানে। দুই ম্যাচে ৬ উইকেটের সৌজন্যে ধরে রেখেছেন পার্পেল ক্যাপ।

উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পর মঙ্গলবার গুজরাটকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে চেন্নাই। দুইয়ে নেমে গেছে রাজস্থান রয়্যালস।


আরো সংবাদ



premium cement