০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


মানসিকভাবে আরো শক্তিশালী হতে চান শাহাদাত দিপু

মানসিকভাবে আরো শক্তিশালী হতে চান শাহাদাত দিপু - ছবি : সংগৃহীত

বিসিবি আগেই বলেছিল, অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলটাকে বিশেষ নজরে রাখা হবে৷ রাখা হয়েছিলও। ফলে দীর্ঘদিন পর এসে এর সুফল পাচ্ছে জাতীয় দল। একের পর একজন জায়গা করে নিচ্ছেন দলে। যার সর্বশেষ সংযোজন শাহাদাত হোসেন দিপু।

আসন্ন আফগানিস্তান সিরিজে টেস্ট দলে জায়গা পেয়েছেন শাহাদাত দিপু হয়ত একাদশেও সুযোগ পেয়ে যাবেন। তবে তার পথচলাটা মসৃণ ছিল না। মাত্র নয় বছর বয়সে বাবা হারানো শাহাদাত দিপু বাদ পড়ে যান বিকেএসপির ট্রায়াল থেকেও। ভেবেছিলেন খেলাটাই ছেড়ে দিবেন। তবে ভাগ্য ফের রূপ বদলে তাকে নিয়ে আসলে জাতীয় দলে।

সতীর্থ পারভেজ ইমন, মাহমুদুল হাসান জয়, শরিফুল ইসলাম, শামিম পাটোয়ারী আর মৃত্যুঞ্জয় চৌধুরী অনেক আগেই জাতীয় দলে পা রেখেছেন। সেই হিসেবে একটু দেরিই হলো শাহাদাতের৷ তবে ঘরোয়া ক্রিকেটে নিজের যোগ্যতা ও সক্ষমতার চূড়ান্ত পরীক্ষা দিয়েই জাতীয় দলে আসেন তিনি।

ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করে এখন জাতীয় দলের মঞ্চে শাহাদাত হোসেন দিপু। এবারের ডিপিএলে করেন ১৩ ম্যাচে ৪৮০ রান।

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ এ নজর কাড়া পারফরম্যান্স ছিল ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে।

সুবাদে আজ প্রথমবার দলের সাথে অনুশীলনও করেছেন তিনি। তবে সুযোগ পেয়ে উচ্ছ্বাসে ভেসে যাওয়া নয়, প্রতিযোগিতার মঞ্চে টিকে থাকতে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যেতে চান দিপু।

সোমবার (৫ জুন) অনুশীলন শেষে সংবাদমাধ্যের সাথে কথা বলেন দিপু। যেখানে তিনি বলেন,‘আমি প্রতিনিয়ত নিজের স্কিল আরো উন্নত করার চেষ্টা করব। মানসিকভাবে আরো শক্ত হওয়ার চেষ্টা করব। এটাই আমার কাজ। এসব কাজে যত উন্নতি করব, আমার জন্য খেলাটা আরো সহজ হবে আমি মনে করি।’

‘এ' দলের হয়ে নিজের পারফরম্যান্সের মূল্যায়ন করে দিপু জানান, 'ওদের (ওয়েস্ট ইন্ডিজ ‘এ' দলের) বোলাররা একটু কঠিন। ভালো অভিজ্ঞতা আছে। সবাই আন্তর্জাতিক মানের বোলার যারা এ দলে খেলেছে। ভারতেও মোটামুটি ভালো বোলার ছিল। তবে মোটকথা ধৈর্য থাকতে হয়, মানসিকভাবে অনেক শক্ত থাকতে হয়।’


আরো সংবাদ



premium cement
দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা কত চট্টগ্রামে কালবৈশাখীর ছোবল’ ৩ ঘণ্টার বৃষ্টিতে নিমজ্জিত বিস্তীর্ণ এলাকা শরীয়তপুরে বজ্রপাতে ২ নারীসহ ৩ জনের মৃত্যু সাভারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১১ মে রাজধানীতে প্রতিবাদ সমাবেশ করবে যুবদল পটিয়ায় গাড়ির চাপায় অটোরিকশাচালক নিহত সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর আপাতত সিদ্ধান্ত নেই : জনপ্রশাসন মন্ত্রী শুক্রবার নয়াপল্টনে বিএনপির সমাবেশ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, জামায়াতে উদ্বেগ স্বাভাবিক পরিবেশে বাঁচাতে হলে গাছ রোপণ করতে হবে : প্রফেসর ড. আব্দুর রব দিনাজপুরে দিনে টার্গেট করে রাতে ট্রান্সফরমার চুরি, গ্রেফতার ৫

সকল