২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা সফর করবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

অস্ট্রেলিয়া সর্বশেষ ২০১৮ সালে টেস্টের জন্য দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল - ছবি : সংগৃহীত

করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে বাতিল হওয়া সিরিজ ২০২৩ সালে খেলবে দক্ষিণ আফ্রিকা। এমনটাই নিশ্চিত করেছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) পরিচালক গ্রায়েম স্মিথ।

করোনার কারণে গেল বছরের ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ বাতিল হয়েছিল। একই কারণে ২০২০ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও বাতিল হয়।

বাতিল হওয়া এই দু’টি সিরিজ ২০২৩ সালে ঘরের মাঠে আয়োজন করবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

২০২৩ সালের আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ এবং ২০২২-২৩ সালে শীতকালীন মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে প্রোটিয়ারা। আইসিসির এফটিপি (ফিউচার ট্যুর প্রোগ্রাম) অনুযায়ী, এ বছর ব্যস্ত সূচি থাকার কারণে আগামী বছর সিরিজগুলো হবে।

ভারতের বিপক্ষে কেপটাউন টেস্ট চলাকালীন ব্রডকাস্টার সুপার স্পোর্টের সাথে সাক্ষাতকারে স্মিথ বলেন, ‘আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে আমরা ইংল্যান্ডের বিপক্ষে খেলবো। এরপর আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবো (২০২১ সালে টেস্ট সিরিজটি বাতিল হয়েছিল)। দ্রুতই ওই দু’টি সিরিজের সূচি ঘোষণা করা হবে।’

করোনার কারণে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে ওই দু’টি সিরিজ বাতিল হওয়ায় বড় অঙ্কের ক্ষতির মুখে পড়েছিল সিএসএ। এবার সেই ক্ষতি পুষিয়ে নেয়ার লক্ষ্য সংস্থাটির।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement