০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


চার্টার ফ্লাইটে পাকিস্তান পৌঁছাল প্রোটিয়া ক্রিকেট দল

চার্টার ফ্লাইটে পাকিস্তান পৌঁছাল প্রোটিয়া ক্রিকেট দল - ছবি : সংগৃহীত

বাণিজ্যিক ফ্লাইট বাতিল হওয়ায় শেষ মুহুর্তে চার্টার বিমানে পাকিস্তান পৌঁচেছে দক্ষিন আফ্রিকা জাতীয় ক্রিকেট দল। কোভিড-১৯ এর বিধিনিষেধের কারণে যাত্রাপথে প্রোটিয়াদের ওই জটিলতার মুখে পড়তে হয়েছে বলে রোববার জানা গেছে।

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শনিবার করাচিতে পৌঁছেছে প্রোচিয়ারা। আগামী ২৬ জানুয়ারি শুরু হচ্ছে সিরিজটি।

রোববার দলের একজন মুখপাত্র বলেন, এমিরেটস এয়ারলাইন্স বৃহস্পতিবার জানায় যে অপরাশেন জনিত কারণে দক্ষিন আফ্রিকা থেকে তাদের ফ্লাইট পরিচালনা সাময়িক ভাবে স্থগিত করেছে। জরুরী ভিত্তিতে চার্টার বিমানের ব্যবস্থা করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

করাচির উদ্দেশ্যে যাত্রা করার আগে জোহানেসবার্গ, ডারবান ও কেপ টাউন থেকে বিভিন্ন গ্রুপে দুবাই পৌঁছানোর কথা ছিল প্রোটিয়া ক্রিকেটারদের। শেষ পর্যন্ত চার্টার বিমানের ব্যবস্থা করতে সক্ষম হয় প্রোটিয়া বোর্ড। ফলে পূর্বের সুচি মত শুক্রবার তারা সরাসরি করাচির উদ্দেশ্য যাত্রা করে।

কোভিড বিধিনিষেধের কারণে দক্ষিণ আফ্রিকা থেকে আন্তর্জাতিক ভ্রমন সংকুচিত হয়ে পড়েছে। পূর্ব নির্ধারিত টি-২০ সিরিজে অংশ নিতে গেলে এখন তাদেরকে বড় ধরনের লজিস্টিক সমস্যার পাশাপাশি আর্থিক সমস্যায়ও পড়তে হবে

সূচি অনুযায়ী টেস্টের পরপর টি-২০ সিরিজে ভিন্ন একটি স্কোয়াড অংশ নেবার কথা ছিল এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য বর্তমান স্কোয়াডটির দক্ষিণ আফ্রিকায় ফেরার কথা ছিল।

পাকিস্তানে ৮ ফেব্রুয়ারি টেস্ট সিরিজ শেষ হওয়ার পর ১১ থেকে ১৪ তারিখ অনুষ্ঠিত হবে টি-২০ সিরিজ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের মাটিতে হোম সিরিজের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। মার্চের শুরুতে এটি আয়োজন হতে পারে। যেটি পূর্বের সূচির অন্তত দুই সপ্তাহ পর। তবে সিএসএ’র একটি সুত্র এএফপিকে জানিয়েছে যে পাকিস্তানে দ্বিতীয় টেস্ট শেষ হবার পরপরই দলকে দক্ষিণ আফ্রিকা ফিরতে হবে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
জনগণকে নিরপেক্ষভাবে সেবা দিতে পুলিশ সদস্যদের নির্দেশ আইজিপির বিরোধী দলবিহীন পার্লামেন্টের নামে দেশের সম্পদ নষ্ট করার এখতিয়ার কারো নেই: ইসলামী আন্দোলন বাংলাদেশ চলতি মাসে ঢাকা আসছেন ডোনাল্ড লু কমলাপুর মোড় থেকে টিটিপাড়াগামী যানবাহন চলাচল ৬ মাস বন্ধ জনগণকে নিরপেক্ষভাবে সেবা দিতে পুলিশ সদস্যদের নির্দেশ আইজিপির ধুনটে ট্রাকটরে পিষ্ট হয়ে শিশু নিহত আফগান মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে টিটিপি : ডিজি আইএসপিআর ইউরোপ যেতে ভূমধ্যসাগরে ডুবে মারা যাওয়াদের ১২ ভাগই বাংলাদেশী সব হজযাত্রীর ভিসা হবে, সঠিক সময়েও যাবে : ধর্মমন্ত্রী পশ্চিমবঙ্গের ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি এখনই বাতিল নয় : সুপ্রিম কোর্ট শঙ্কায় ম্যানইউ কনফারেন্স লিগও

সকল