২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


আবারো উইন্ডিজ শিবিরে মোস্তাফিজের হানা

আবারো উইন্ডিজ শিবিরে মোস্তাফিজের হানা - ছবি : সংগৃহীত

রোস্টার চেজকে ফিরিয়ে দিয়ে আজকের ম্যাচে নিজের দ্বিতীয় উইকেট তুলে নিলেন মোস্তাফিজ। ৩৯ ওভারের শেষ বলে তামিমের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়ার আগে ১৮ বলে ৯ রান সংগ্রহ করেন।

ব্যাট করতে নেমে দলীয় ৫ রানে প্রথম উইকেট হারায় উইন্ডিজরা। মিরাজের করা দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে এলবির শিকার হয়ে ৩ রানে সাজ ঘরে ফেরেন চন্দরপল হেমরাজ। এরপর নিজের করা প্রথম ওভারেই ড্যারেন ব্রাভোকে বোল্ড করেন রুবেল হোসেন। আর মোস্তাফিজের শিকার হয়ে মাঠ ছাড়লেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান স্যামুয়েলস। কাটার মাস্টারের ৫ম ওভারের শেষ বলে মুশফিকের কাছে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফেরার আগে স্যামুয়েলস ৪৫ বলে ২৬ রান করেন। এরপর রুবেলের দ্বিতীয় শিকার হেটমেয়ার। ৩৩তম ওভারের শেষ বলে নাজমুল ইসলামের হাতে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফেরার আগে ১০ বলে ১৪ রান করেন তিনি। ৩৪তম ওভারের চতুর্থ বলে মাশরাফির বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন উইন্ডিজ দলপতি রোভম্যান পাওয়েল। 

বর্তমানে উইকেটে আছেন শাই হোপ (৯৮) এবং কেমো পল (১)। উইন্ডিজের সংগ্রহ ৪০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৮৯ রান।

এর আগে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে তোলে ২৫৫ রান। 


আরো সংবাদ



premium cement