২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


সৌদি আরবের এল.ই.এ.পি সম্মেলনে প্রিয়শপ

-

দেশের বি-টু-বি মার্কেটপ্লেস প্রিয়শপ সৌদি আরবের রাজধানী রিয়াদে মর্যাদাপূর্ণ টেক সম্মেলন এল.ই.এ.পি ২০২৪-এ অংশগ্রহণ করেছে। এল.ই.এ.পি সম্মেলনের ‘রকেট ফুয়েল স্টার্টআপ পিচ’ প্রতিযোগিতায় সেমি-ফাইনালিস্ট হিসেবে যোগ্যতা অর্জনের পর প্রিয়শপ এই ইভেন্টে যোগ দেয়। ৪ থেকে ৭ মার্চ অনুষ্ঠিত এই প্রযুক্তির বিশ্বমঞ্চে প্রিয়শপ তাদের উদ্ভাবনী এবং উদ্যোগ সম্ভাবনাকে তুলে ধরে তাক লাগিয়েছে।
এই সম্মেলনে সেঞ্চুরি ওক ভেঞ্চারস-এর সিইও কোক ফং দং, অরবিট স্টার্টআপস-এর ম্যানেজিং জেনারেল পার্টনার উইলিয়াম বাও বিন, প্রিয়শপের প্রথম দিকের একজন বিনিয়োগকারী ওসমান আহমেদ, সবর ক্যাপিটাল-এর ম্যানেজিং পার্টনার আকিফ মাহমুদ, দোহা টেক-এর সারা ড্যানিয়েলসহ বিশ্বের অন্যান্য অনেক বিনিয়োগকারী প্রিয়শপের স্টল পরিদর্শন করেছেন। তারা বাংলাদেশের এমএসএমই সেক্টরে প্রিয়শপের বৈপ্লবিক প্রভাব সম্পর্কে জেনেছেন। পাশাপাশি প্রিয়শপের প্রতিষ্ঠাতা এবং সিইও আশিকুল আলম খান অনুষ্ঠানে মধ্যপ্রাচ্যের বিনিয়োগকারীদের কাছে প্রিয়শপের সম্ভাবনা তুলে ধরেন। তিনি এমএসএমই সেক্টরে বিপ্লব ঘটাতে প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশের উদ্ভাবন এবং প্রিয়শপের ভূমিকা তুলে ধরেন।


আরো সংবাদ



premium cement