২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


নিজস্ব ভিশন প্রো অ্যাপ আনল টিকটক

নিজস্ব ভিশন প্রো অ্যাপ আনল টিকটক -

শীর্ষ ভিডিও স্ট্রিমিং অ্যাপগুলোর আগেই অ্যাপল ভিশন প্রো হেডসেটের জন্য নিজস্ব অ্যাপ এনেছে টিকটক। ফেব্রুয়ারির শুরুতে হেডসেটটি বাজারে আসার পর থেকেই কোনো অনলাইন প্ল্যাটফর্ম এখনো এর জন্য নিজস্ব অ্যাপ চালু করেনি। এর মধ্যে রয়েছে ইউটিউব ও নেটফ্লিক্স। হেডসেটটি আদতেই কতটা জনপ্রিয় হয়ে ওঠে সেটি দেখার অপেক্ষাতেই রয়েছে কোম্পানিগুলো আর সে কারণেই ভিশন প্রোর জন্য ডেডিকেটেড অ্যাপের দেখা এখনো মিলছে না। সম্প্রতি ইউটিউব জানিয়েছে, হেডসেটটির জন্য আলাদা অ্যাপ চালুর বিষয়টি নিয়ে ছক কষছে কোম্পানিটি। তবে অ্যাপটি কবে নাগাদ আসতে পারে, সে সম্পর্কে কোনো তথ্য দেয়নি ইউটিউব। তবে হেডসেটে নিজস্ব অ্যাপ আনার বিষয়ে অন্যদের তুলনায় কিছুটা পরিষ্কার ছিল টিকটক, তবে এত দিন অ্যাপটি চালুর জন্য প্রস্তুত ছিল না। হেডসেটটি বাজারে আসার আগে গত মাসের শেষ দিকে টিকটক বলেছিল, ভিশন প্রোর জন্য নতুন অ্যাপের পাশাপাশি একটি নতুন ডিজাইনও আনবে কোম্পানিটি। টিকটকের পণ্য প্রধান আহমাদ জাহরান বলেছেন, ভিশন প্রোর স্পাশিয়াল কম্পিউটিং প্রযুক্তির সাথে সামঞ্জস্য রাখতে অ্যাপটি নতুন করে নকশা করার প্রয়োজনীয়তা ছিল। টিকটকের নতুন অ্যাপটি দেখতে অনেকটা কোম্পানির আইওএস সংস্করণের অ্যাপের মতো, যেখানে একই ধরনের ফিডের পাশাপাশি একই উপায়ে বিভিন্ন ভিডিও দেখার সুবিধা মিলবে। তবে, এর নকশার কয়েকটি ফিচার কেবল হেডসেটটির কথা মাথায় রেখে তৈরি।


আরো সংবাদ



premium cement