০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী চ্যাটবট আনল বাইদু

-

নিজস্ব চ্যাটবটের ঘোষণা দিলো চীনা সার্চইঞ্জিন জায়ান্ট বাইদু। কোম্পানির চ্যাটবটের সর্বশেষ সংস্করণের নাম ‘আর্নি বট’। এর ‘আর্নি’ শব্দের পুরো মানে দাঁড়ায় এনহ্যান্সড রিপ্রেজেন্টেশন থ্রু নলেজ ইন্টিগ্রেশন। গত দশক থেকেই এটি তৈরির কাজ শুরু হয়েছে। আর এটি প্রথম উন্মোচিত হয় ২০১৯ সালে।
বাইদুর প্রধান নির্বাহী রবিন লি এক সংবাদ সম্মেলনে বলেন, আর্নি বটের সর্বশেষ সংস্করণের সক্ষমতা জিপিটি-৪-এর কাছাকাছি, যা ওপেনএআইয়ের বিশাল ল্যাঙ্গুয়েজ মডেলের সর্বশেষ সংস্করণ। আর কেবল দু’দিন আগেই এটি প্রকাশ পেয়েছে।
নতুন এই চ্যাটবটের ‘নলেজ গ্রাফে’ প্রায় ৫৫ হাজার কোটি তথ্য রয়েছে। তবে, এগুলো মূলত তৈরি হয়েছে চীনা বাজারের কথা বিবেচনায় নিয়ে। ব্যবহারকারীকে বিভিন্ন চীনা উপভাষায় অডিওর মাধ্যমে প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা আছে আর্নি বটের। এ ছাড়া, চীনা টেক্সট ব্যবহার করে বিভিন্ন ছবি ও ভিডিও তৈরি করতে পারে এটি।
লি বলেন, এরই মধ্যে ৬৫০ কোম্পানি আর্নি বটের প্রযুক্তি ব্যবহারের উদ্দেশে সাইন আপ করেছে। তবে তিনি এটিও স্বীকার করেন, এখনো সর্বজনীন ব্যবহারের জন্য প্রস্তুত নয় এটি।
আপাতত, চীনা এই টেক জায়ান্ট কেবল তাদেরকেই এই চ্যাটবটের প্রবেশাধিকার দেবে। তবে, বাইদুর ক্লাউড প্ল্যাটফর্মের মাধ্যমে অন্যান্য কোম্পানিও নিজেদের পণ্যে এই সুবিধা যুক্ত করতে পারবে।


আরো সংবাদ



premium cement