২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

স্মার্ট টুলবক্স ফিচার আনছে শাওমি

স্মার্ট টুলবক্স ফিচার আনছে শাওমি -

ব্যবহারকারীদের জন্য স্মার্ট টুলবক্স ফিচার চালু করতে যাচ্ছে শাওমি। চলতি মাসের শুরুতেই এমআইইউআইতে স্যামসাংয়ের এজ প্যানেলের মতো ফিচার যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও এরই মধ্যে ফিচারটির নাম পরিবর্তন করেছে শাওমি।
এমআইইউআইয়ের উইকলি বেটা চ্যানেলে সম্প্রতি স্মার্ট টুলবক্স ফিচার নিয়ে এসেছে শাওমি। স্যামসাংয়ের স্মার্টফোন ও ট্যাবলেটে যে এজ প্যানেল ফিচার দেখা যায় এটি তার অনুরূপ। অন্যান্য অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার (ওইএম) প্রতিষ্ঠানও ব্যবহারকারীদের এ সেবা দিয়ে থাকে। কিছু কারণে ফিচারটি চালু করার ক্ষেত্রে শাওমি বেশ সময় নিয়েছে।
শাওমি স্মার্ট টুলবক্সের নাম পরিবর্তন করে সাইডবার দিয়েছে। সামনের দিনগুলোতে নতুন সাইডবারে শাওমি অত্যাধুনিক ফিচার যুক্ত করবে।


আরো সংবাদ



premium cement