০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


বন্ধ হচ্ছে ‘ইয়াহু অ্যানসারস’

-

২০০৫ সাল থেকে ‘ইয়াহু অ্যানসারস’ ব্যবহার করছেন ইন্টারনেট ব্যবহারকারীরা। অবশেষে আগামী ৪ মে স্থায়ীভাবে বন্ধ হয়ে যাচ্ছে ‘ইয়াহু অ্যানসারস’। বন্ধ হওয়ার পর ইয়াহু অ্যানসারস পেজে গেলে সরাসরি ইয়াহু হোমপেজে নিয়ে যাওয়া হবে। মূলত ব্যবহারকারী কমে আসায় সেবাটি বন্ধ করে দিচ্ছে ইয়াহু। এ প্রসঙ্গে এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, একসময়ে ইয়াহু পণ্য ও সেবার গুরুত্বপূর্ণ একটি অংশ ছিল ইয়াহু অ্যানসারস। সময়ের সাথে আমাদের সদস্যদের প্রয়োজন পরিবর্তিত হয়ে যাওয়ায় এর জনপ্রিয়তা কমে গেছে।
ইন্টারনেট দুনিয়ায় সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা প্রশ্নোত্তর (কিউঅ্যান্ডএ) প্লাটফর্মটি ২০১৭ সালে ৫০০ কোটি ডলার ব্যয়ে কিনে নিয়েছিল ভেরাইজন মিডিয়া। আগামী ২০ এপ্রিল থেকে ধীরে ধীরে বন্ধ হতে শুরু করবে সেবাটি। ওই সময় থেকেই নতুন আর কোনো সাবমিশন নেবে না ওয়েবসাইটটি। ব্যবহারকারীরা ৪ মে পার হয়ে যাওয়ার পরও ৩০ জুন পর্যন্ত সময় পাবেন নিজ নিজ কনটেন্টের আর্কাইভ ডাউনলোড করে নেয়ার জন্য।


আরো সংবাদ



premium cement