০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


ভিডিও গেমাররা বেশি সুখী

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা
-

ভিডিও গেমের পেছনে সন্তানদের সময় অপচয় নিয়ে প্রায় সব অভিভাবকই দুশ্চিন্তায় থাকেন। বেশির ভাগ অভিভাবকই গেমের জন্য সন্তানদের সময় নির্ধারণ করে দেন। যাতে গেমের প্রতি সন্তানরা বেশি না ঝোঁকে। গেম নিয়ে প্রচলিত ধারণা হচ্ছেÑ গেমের ফলে সময় অপচয়ের পাশাপাশি মানসিকভাবেও গেমাররা ক্ষতিগ্রস্ত হয়। যদিও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে ভিন্ন কথা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট ইনস্টিটিউট রিসার্চের গবেষকরা জানান, যারা দীর্ঘ সময় ধরে গেম খেলে, তারা অন্যদের (যারা গেম খেলে না) চেয়েও সুখি। গবেষণায় দু’টি গেমকে সামনে আনা হয়Ñ নিনটেন্ডোস অ্যানিমেল ক্রসিং অ্যান্ড ইএস প্ল্যান্টস ও জোম্বিস। এসব গেমসের নির্মাতারা তাদের গেমে একেকজন গেমার কত সময় ব্যয় করে, এর একটা পরিসংখ্যান গবেষকদের জানিয়েছেন। সার্ভেতে গেমাররা গেম সম্পর্কে ইতিবাচক মনোভাব জানিয়েছে। ১৮ বছরেরও বেশি বয়সের তিন হাজার ২৭৪ গেমার এ সার্ভেতে অংশ নেয়। প্রফেসর অ্যানড্রো পজিবিলস্কি এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘আপনি যদি অ্যানিমেল ক্রসিং গেম দিনে চার ঘণ্টা করে খেলেন, তাহলে অনেক ভালো বোধ করবেন।

 


আরো সংবাদ



premium cement