০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

সবার সহযোগিতা চাইলেন জায়েদা খাতুন

বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে মুনাজাত করছেন গাজীপুর সিটির নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন : নয়া দিগন্ত -

গাজীপুর সিটি করপোরেশনের উন্নয়নে সবার সহযোগিতা চাইলেন নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন। তিনি বলেন, সবার সাথে মিলেমিশে গাজীপুর সিটির উন্নয়নে কাজ করবো। উন্নয়নের কাজে আমার ছেলে জাহাঙ্গীরও সাথে থাকবে। গতকাল রোববার জায়েদা খাতুনের ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, ওলামা- মাশায়েখ ও স্থানীয় নেতাকর্মীদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় জাহাঙ্গীর আলম বলেন, আমরা আওয়ামী লীগের সমর্থক। আমার মা ও আমাদের পরিবার জন্মগতভাবে আওয়ামী লীগ। কেউ মানুক বা না মানুক সেটা তাদের ব্যাপার। তিনি আরো বলেন, সারাজীবন আওয়ামী লীগ করেছি, এখনো আছি। কে কী বলল তাতে কিছু যায় আসে না। আর আমার বহিষ্কারের বিষয়টি দলীয় ব্যাপার। এ বিষয়ে দল বুঝবে।
জাহাঙ্গীর আলম বলেন, আমার মা মেয়র নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। নির্বাচনের মনোনয়ন ফরম কেনার পর আমি এসেছিলাম। সেসময় আমি শ্রদ্ধা জানিয়েছিলাম। আজ আমার মা-ও শ্রদ্ধা জানাতে এসেছেন। আমরা মহান নেতা বঙ্গবন্ধুর সমাধিতে এসেছি, নেত্রীর (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বাড়িতে এসেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা সহযোগিতা চাই। এর আগে ছেলে জাহাঙ্গীর আলমকে সাথে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মুনাজাতে অংশ নেন।

 

 


আরো সংবাদ



premium cement
উন্নয়ন পরিকল্পনা গ্রহণের সময় পরিবেশের বিষয় মাথায় রাখতে হবে : প্রধানমন্ত্রী ভারতে ঘূর্ণিঝড় মিগজাউমের তাণ্ডবে ২ জন নিহত, ১৪৪ ধারা জারি বুধ-বৃহস্পতি অবরোধ, রোববার মানববন্ধনের ডাক বিএনপির নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে আ’লীগ উদ্বিগ্ন নয় : কাদের ইসরাইলে এফ-৩৫ যন্ত্রাংশ রফতানির জন্য মামলার মুখোমুখি ডাচ সরকার সিরাজগঞ্জে শ্বশুরের মনোনয়নপত্র বৈধ, জামাতার বাতিল জাতীয় স্মৃতিসৌধে ১৫ ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থী প্রবেশ নিষেধ হলফনামায় বাৎসরিক আয় কতো টাকা উল্লেখ করেছেন সাকিব উজিরপুরে বাসচাপায় সাবেক সেনাসদস্য নিহত যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ১৫,৫২৩ ফিলিস্তিনি নিহত কালুখালীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

সকল