০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
`


যশোরের শরীফুল হত্যায় ৬ জনের যাবজ্জীবন

-

যশোরের বাঘারপাড়া উপজেলার শরীফুল ইসলাম হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো: নজরুল ইসলাম হাওলাদার ঘোষিত রায়ে জিয়াউর রহমান জিয়া (পলাতক), আব্দুল্লাহ (পলাতক), ইকবাল (পলাতক), আলম, কামাল ও নাঈমকে সাজা দেয়া হয়। এদের মধ্যে পলাতক জিয়াকে এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং বাকি আসামিদের পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। মামলায় অন্য ছয়জনকে খালাস দেয়া হয়েছে।
আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ৯ জুন পূর্বশত্রুতার জেরে যশোরের বাঘারপাড়া উপজেলার অন্তখোলা গ্রামের মো: শহর আলীর ছেলে শরীফুল ইসলামের ওপরে হামলা চালায় আসামিরা। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে শরীফুল মারা যান। এ ঘটনায় শরীফুলের চাচাতো ভাই শাহ আলম বাদি হয়ে বাঘারপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত কর্মকর্তা সরজিৎ কুমার ঘোষ একই বছরের ৬ সেপ্টেম্বর ১২ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।


আরো সংবাদ



premium cement