২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

অস্ত্রসহ মোহাম্মদপুরে ৭ মামলার আসামি গ্রেফতার

-

রাজধানীর মোহাম্মদপুর থেকে অস্ত্রসহ হাফিজুর রহমান ওরফে ফালান (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-২। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটারগান জব্দ করা হয়েছে বলে দাবি করে র্যাব। র্যাব জানিয়েছে, হাফিজুরের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় সাতটি মামলা রয়েছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের ২ নম্বর গেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো: ফজলুল হক জানান, সন্ত্রাসী কার্যক্রমের জন্য মোহাম্মদপুর থানাধীন শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় কয়েকজন অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে র্যাব-২ এর একটি দল অভিযানে যায়। সেখান থেকে হাফিজুর রহমান নামে এক যুবককে দেশীয় ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলিসহ গ্রেফতার করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।
তিনি জানান, জব্দ অস্ত্র ব্যবহার করে হাফিজুর ও তার সহযোগীরা মোহাম্মদপুর এলাকায় বিভিন্ন সময় ব্যবসায়ী ও পথচারীদের কাছ থেকে ছিনতাই করত। প্রায়ই তারা এলাকায় প্রভাব বিস্তার করতে দলবদ্ধ হয়ে সঙ্ঘাত সৃষ্টি ও ভয়ভীতি প্রদর্শন, ভূমি দখল ও ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করত। এ ছাড়া সন্ধ্যার পর থেকে মাদক ব্যবসা, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কাজে লিপ্ত ছিলেন। হাফিজুরের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় সাতটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement